Thursday, August 28, 2025

পি এম কেয়ারস -এর টাকায় কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর : নরেন্দ্র মোদি

Date:

পি এম কেয়ারস -এর ( pm cares) টাকায় কেনা হবে এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর (oxygen concentrator)। তৈরি করা হবে ৫০০টি অক্সিজেন জেনারেশন প্লান্ট (oxygen generation plant)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) নেতৃত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন কনসেনট্রেটর কেনা হবে। আর যে যে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে প্রয়োজন অনুযায়ী এগুলো পাঠিয়ে দেওয়া হবে। আগেই PM Cares তহবিল থেকে ৭১৩টি পিএসএ অক্সিজেন প্লান্ট কেনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার আরও ৫০০টি অক্সিজেন জেনারেশন প্লান্ট কেনার নির্দেশ দিয়েছেন মোদি। জেলা সদর এবং টায়ার টু শহরগুলির হাসপাতালগুলিতে অক্সিজেনের সমস্যা মেটাতে এই পদক্ষেপ বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেখানে করোনা রোগীর সংখ্যা বেশি সেখানে কাছাকাছি কোনও অক্সিজেন প্লান্ট নেই। ফলে দূরে থেকে অক্সিজেন নিয়ে আসতে সময় লাগছে। ফলে কয়েক জায়গায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জায়গায় অক্সিজেনের চাহিদা বেশি সেখানেই অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে । তার জন্য পিএম কেয়ারসের তহবিল থেকে টাকা বরাদ্দ করা হবে। কেন্দ্রের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুধবার টুইট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও।

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version