Sunday, December 21, 2025

ভোট অষ্টমীতে তৃণমূল কর্মীদের জন্য দলের বার্তা, চালু বিশেষ হেল্প লাইন 7076129955

Date:

Share post:

একদিকে যখন করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। গণতান্ত্রিক দেশে ভোট হওয়া অত্যন্ত জরুরী, কিন্তু ৮ দফার ম্যারাথন নির্বাচন কার্যত নজিরবিহীন! তাও আবার করোনার চোখ রাঙানির মধ্যে!

রাত পোহালেই বাংলার ৩৫টি আসনে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা-সহ মালদহ ও মুর্শিদাবাদ জেলার ৩৫ আসনে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ।

এই পর্যায়ে কলকাতার বেলেঘাটা, মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও কাশীপুর-বেলগাছিয়ার মতো নজরকাড়া কেন্দ্রে ভোট। যেখানে বেশকিছু বুথ স্পর্শকাতর। তাই রাজ্যেও শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় কর্মী-সমর্থকদের জন্য একটি হেল্প লাইন নম্বর চালু করছে।

কলকাতা জেলার তৃণমূল কর্মীদের জন্য ভোটের হেল্প লাইন নম্বর- 7076129955 (সকাল ৬.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত)। তৃণমূল কর্মীদের জন্য কলকাতা জেলার ভোটের দিন কোনওরকম অসুবিধা হলে এই নম্বরটিতে যোগাযোগ করতে বলা হচ্ছে দলের তরফে। একইসঙ্গে সমগ্র কলকাতা জেলার তৃণমূল কর্মীদের সঙ্গে এই নম্বরটি শেয়ার করারও আবেদন করা হয়েছে। বিশেষ করে তৃণমূলের বুথ কর্মীদের কাছে নম্বরটি পৌঁছে দিতে চাইছে দল।

কিন্তু কেন এই হেল্প লাইন?

দলীয় সূত্রে খবর, বিজেপি যেভাবে প্রথম দফা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নির্লজ্জের মতো ব্যবহার করছে তা আটকাতে এমন হেল্প লাইন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রিসাইডিং অফিসার না ডাকলে কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতর প্রবেশ করতে পারবে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী ভোটারদের সচিত্র পরিচয় পরিচয় পত্রও পরীক্ষা করতে পারবে না। তাই যদি এমন ঘটনা কারও চোখে পড়ে, সেক্ষেত্রে যেন দ্রুত বিষয়টি হেল্প লাইনে ফোন করে জানানো হয়। তাহলে দলের তরফে কাল বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হবে।

Advt

spot_img

Related articles

ছ’মাসের মধ্যে ফের বাড়ছে ট্রেনের ভাড়া! বড় ধাক্কা যাত্রীদের

ছ'মাসের মধ্যেই ফের টিকিটের দাম বাড়াচ্ছে ভারতীয় রেল! বছরের শেষে ট্রেনের যাত্রীদের জন্য বড় ধাক্কা। নন এসি কোচে...

ভিন রাজ্য থেকে বাংলায় ডাকাতির চেষ্টা: রুখে দিল পুলিশ, গ্রেফতার ৭

ভিন রাজ্য থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় দুষ্কৃতীমূলক কাজের অপচেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। একাধিক জেলায় একাধিক ডাকাতির...

টি২০ বিশ্বকাপই শেষ সুযোগ সূর্যের কাছে! কেন বাদ পড়লেন গিল?

টি২০ বিশ্বকাপের (T20 World cup) দল নির্বাচনে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণ করতে না পারায়...

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন...