Saturday, August 23, 2025

নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়েছিল দলবদলের হিড়িক। সে ধারা অবশ্য এখন থেমে গিয়েছে। এরই মাঝে শেষ দফার নির্বাচনের আগের দিন তৃণমূল থেকে পদত্যাগ করলেন তৃণমূলের(TMC) দীর্ঘদিনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা(CBI officer) উপেন্দ্রনাথ বিশ্বাস(Upendranath Biswas)। বুধবার সকালে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর(Subrata Bakshi) কাছে ইমেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা তাঁর।

সেই ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন উপেন বিশ্বাস। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে বিকায়ক হন তিনি। ২০১১ সালে তাঁকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদে। প্রাক্তন গোয়েন্দাপ্রধান হওয়ার সুবাদে সিবিআই সংক্রান্ত মামলায় দলকে পরামর্শ দিতেন তিনি। তবে ২০১৬ সালে নির্বাচনে হারার পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। অবশেষে বুধবার সকালে কোর কমিটির সদস্য পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:ফের মুখ পুড়ল পাকিস্তানের, চকলেট চুরি করলেন পাক দূতাবাসের দুই কূটনীতিক!

এদিকে শেষ দফার নির্বাচনের আগে হঠাৎ এই ইস্তফাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক গুঞ্জন শুরু হলেও উপেন বাবু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তার কথায়, “দলের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দল ছেড়েছি। এখন আমি নিজের মতো সময় কাটাতে চাই। আর মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। ওঁকে আমি স্নেহ করি।” উল্লেখ্য, একটা সময় উপেন বিশ্বাস সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে ছিলেন। পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং লালুপ্রসাদ যাদবকে জেলে পাঠানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version