পুদুচেরিতে ‘হাত’ বদল, সাগরতীরে সম্মানের লড়াইয়ে জয়ী পদ্ম

বাকি রাজ্যগুলির মত এবারের বিধানসভা নির্বাচনে(assembly election) অতটা নজর না কাড়লেও, কংগ্রেস- ডিএমকে জোটের কাছে সম্মান রক্ষার লড়াই ছিল কেন্দ্রশাসিত পুদুচেরি। বঙ্গোপসাগরের তীরে ছোট্ট এই কেন্দ্রশাসিত অঞ্চলে এবার ঘটতে চলেছে পালাবদল। বুথ ফেরত সমীক্ষার তথ্য অনুযায়ী, একুশের বিধানসভা নির্বাচনে ৩০ আসন বিশিষ্ট পুদুচেরিতে(Puducherry) এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি(BJP) ও তার জোট সঙ্গী ‘এআইডিএমকে(aiadmk)’, ‘এআইআরএনসি’রা।

আরও পড়ুন:গেরুয়া গেরোয় আটকা পড়ল AIDMK, হাত-যশে তামিলনাড়ুর ক্ষমতায় DMK, বলছে সমীক্ষা

একুশের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে লজ্জার বিদায় নিতে হয়েছিল নারায়ণস্বামী নেতৃত্বাধীন পুদুচেরির কংগ্রেস সরকারকে। একের পর এক বিধায়কের ইস্তফায় আস্থা ভোটের মুখে পড়তে হয় ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে সরকারকে। তবে বিজেপি ও তার সঙ্গীরা(এআইডিএমকে, এআইআরএনসি) সরকারের দাবি না জানানোয় রাষ্ট্রপতি শাসন জারি হয় এখানে। স্বাভাবিকভাবেই পুদুচেরি নির্বাচন কংগ্রেসের কাছে হয়ে ওঠে সম্মান রক্ষার লড়াই। সেখানেই আবার হারের মুখ দেখতে হচ্ছে ডিএমকে-কংগ্রেস জোটকে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে সিএনএক্স-রিপাবলিকের দাবি অনুযায়ী, ১৬ থেকে ২০ টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে কংগ্রেস ডিএমকে জোট পেতে পারে ১১ থেকে ১৩ টি আসন। অন্যদিকে এবিপি-সি-ভোটার দাবি করেছে, এই নির্বাচনে এনডিএ পেতে পারে ১৯- ২৩ টি আসন। এবং কংগ্রেস ও ডিএমকে জোট পেতে পারে ৬-১০ টি আসন। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রশাসিত অঞ্চলে এবার সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির।

Advt

Previous articleকেরালা: করোনা মোকাবিলায় সমীকরণে বদল, হাসি চওড়া বিজয়নের
Next articleঅসম: এনআরসি সত্ত্বেও এগিয়ে বিজেপি! বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত