গণনাকেন্দ্রে মোতায়ন কেন্দ্রীয় বাহিনীর করোনা-পরীক্ষা নয় কেন, কমিশনে প্রশ্ন তৃণমূলের

গণনাকেন্দ্রে প্রার্থী, কাউন্টিং এজেন্টদের ঢুকতে হলে করোনা-নেগেটিভ রিপোর্ট দেখানোর নির্দেশ দিয়েছে কমিশন৷ ফলাফলের দিন গণনাকেন্দ্রে এবং বাইরে প্রায় ২৫ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে৷ ভয়াবহ সংক্রমণ-আবহে তাঁদেরও করোনা-পরীক্ষা করানোর কথা কেন কমিশন উল্লেখ করেনি৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভ্যাকসিন নেওয়া আছে কি’না, সে বিষয়েও কমিশনের নির্দেশিকায় কোনও উল্লেখ নেই কেন ? অতিমারির সময় এমন বৈষম্য কেন ?

নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ এই অভিযোগ জানিয়েছে তৃণমূল৷ বৃহস্পতিবার দলের তরফে কমিশনে যান সাংসদ সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ সৌগত রায় বলেছেন, কমিশন বিধি ঘোষণা করেছে প্রার্থী আর এজেন্টদের জন্য৷ অথচ কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে এই ছাড় কেন দেওয়া হলো ? কমিশনের এমন ধারনা কিসের ভিত্তিতে হলো যে কেন্দ্রীয় জওয়ানদের করোনা হতে পারে না ? এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে কেউ সংক্রমিত হয়ে থাকলে, তারা তো গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে ভাইরাস ছড়াতে পারেন, প্রশ্ন তুলেছে তৃণমূল৷

Advt

Previous articleমাটিতে ফেলে বেধড়ক মার- পাথরবৃষ্টি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা বেলেঘাটায়
Next article“বোমা নয়, দুটো শব্দ বাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে”, জানিয়ে দিল নির্বাচন কমিশন