“বোমা নয়, দুটো শব্দ বাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে”, জানিয়ে দিল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার শেষ দফার নির্বাচনের(election) দিন খাস কলকাতায়(Kolkata) ‘বোমাবাজি’র ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্যে। সকালে ঘটনাটি ঘটেছিল জোড়াসাঁকো বিধানসভার(Jorasanko assembly) অন্তর্গত মহাজাতি সদনের(Mahajati Sadan) সামনে। চাঞ্চল্যকর এই ঘটনার পর তদন্তে নেমে নির্বাচন কমিশন(election commission) জানিয়ে দিল বোমা নয়, দুটি বড় ধরনের শব্দ বাজি ফাটানো হয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন:গণনাকেন্দ্রে মোতায়ন কেন্দ্রীয় বাহিনীর করোনা-পরীক্ষা নয় কেন, কমিশনে প্রশ্ন তৃণমূলের

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিস্ফোরণের আওয়াজ শোনা যায় মহাজাতি সদনের সামনে। ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। খতিয়ে দেখা হয় বিস্ফোরণস্থল। আশপাশের মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয়রা দাবি করেন, ‘গাড়িতে করে এসে কেউ বা কারা বোমা ছুড়ে পালিয়ে যায়।’ বিষয়টি নিয়ে যখন চাপান উতোর চলছে তখনই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘বোমা নয় ওই এলাকায় দুটি নিষিদ্ধ শব্দবাজি ফেটেছে। দুটো বড় ধরনের চকলেট বোমা ফেটেছে।’ তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Advt

Previous articleগণনাকেন্দ্রে মোতায়ন কেন্দ্রীয় বাহিনীর করোনা-পরীক্ষা নয় কেন, কমিশনে প্রশ্ন তৃণমূলের
Next articleকোর্টের নির্দেশে সেদিন আপত্তি জানিয়ে এবার ঢোক গিললেন যোগী, উত্তরপ্রদেশজুড়ে লকডাউন