Sunday, November 16, 2025

প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, করোনা সংক্রামিত আশাকর্মীকে পাঠানো হল ভোট ডিউটিতে

Date:

হাতে করোনার রিপোর্ট(Corona Report) নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিডিও(BDO) সকলের ধোরে ধোরে ঘুরেছিলেন আশা কর্মী। অনুরোধ জানানো হয়েছিল তিনি করোনা আক্রান্ত তাকে যেন ভোটের ডিউটিতে না পাঠানো হয়। যদিও সেই রিপোর্টের তোয়াক্কা না করেই অসুস্থ আশা কর্মীকে পাঠানো হল ভোটের ডিউটিতে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মালদহ বিধানসভার(Malda assembly) ১৭০ নম্বর বুথে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

অসুস্থ ওই আশাকর্মীর দাবি অনুযায়ী, করোনা সংক্রমণের রিপোর্ট নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিডিও সকলের কাছেই গিয়েছিলেন তিনি। তবে তাকে সাহায্য করা তো দূরে থাক ভোটের ডিউটি করতে হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি শোকজ নোটিশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর একরকম বাধ্য হয়েই ডিউটিতে যান ওই আশা কর্মী। ওই অবস্থাতেই সাড়ে পাঁচ ঘণ্টা ডিউটি করার পর টনক নড়ে কমিশনের। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর কমিশনের হস্তক্ষেপে বাড়ি পাঠানো হয় আক্রান্ত ওই আশাকর্মীকে।

আরও পড়ুন:“বোমা নয়, দুটো শব্দ বাজি ফেটেছে মহাজাতি সদনের সামনে”, জানিয়ে দিল নির্বাচন কমিশন

ওই আশা কর্মী জানিয়েছেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ এপ্রিল তিনি সংক্রমণের আশঙ্কায় মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করান। ২৬ এপ্রিল রিপোর্ট হাতে পান। তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। এর পরই তিনি আর দেরি করেননি। গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিওকে জানান। তাঁর অভিযোগ, কেউ তাঁর কথা তো শোনেননি বরং বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেওয়া হয়। এমনকি ২৮ এপ্রিল তাঁকে শোকজ নোটিশও পাঠানো হয়।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version