Wednesday, November 12, 2025

আত্মত্যাগ: করোনা আক্রান্ত নবীনকে বেড ছেড়ে বাড়িতে মৃত প্রবীণ আরএসএস সদস্য

Date:

করোনা পরিস্থিতি(Corona situation) ভয়াবহ আকার ধারণ করেছে গোটা দেশে। চরম এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাটা। হাসপাতালে বেড নেই, নেই অক্সিজেন। জীবনদায়ী ওষুধের হাহাকার দেখা দিয়েছে গোটা দেশ। এহেন অবস্থায় মাঝেই নজির গড়লেন মহারাষ্ট্রের(Maharashtra) নাগপুর (Nagpur) অশীতিপর করোনা আক্রান্ত এক বৃদ্ধ। ৪০ বছর বয়সী এক ব্যক্তির জীবন বাঁচাতে হাসপাতালের বেড ছেড়ে দিলেন তিনি। এই ঘটনার তিন দিন পর নিজের বাড়িতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৮৫ বছর বয়সী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) অশীতিপর সদস্য নারায়ণ দাভাদকরের(Narayan Davadkar)।

করোনা পরিস্থিতির ভয়াবহ এই সময় যখন প্রায় সমস্ত অসুস্থ ব্যক্তিরা হাসপাতালের বেড ও করোনা রিপোর্ট পেতে মরিয়া হয়ে উঠেছেন ঠিক সেই সময় দাভাদকরের আত্মত্যাগের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা গিয়েছে, দাভাদকরের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে তার মেয়ে বহু চেষ্টায় হাসপাতালে একটি বেড জোগাড় করেন। ভর্তির সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করার পর তিনি দেখেন এক যুবতী তাঁর করোনা আক্রান্ত স্বামীর জন্য কেঁদে চলেছেন। অবস্থা গুরুতর, অবিলম্বে বেড দরকার। পরিস্থিতি চোখের সামনে দেখার পর নিজে হাসপাতালে ভর্তি হননি দাভাদকর। তাঁর জন্য বরাদ্দ বেড ওই মহিলার স্বামীর জন্য ছেড়ে দেন তিনি। যুক্তি হিসেবে তিনি জানান, আমার বয়স ৮৫। অনেকদিন বেঁচেছি। আপনাদের উচিত ওই ব্যক্তিকে বেড দেওয়া। ওনার সন্তানদের জন্য বাঁচতে হবে ওনাকে। এরপর হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন দাভাদকর।

আরও পড়ুন:ইলামবাজারে বিক্ষোভের মুখে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ, কলকাতায় কল্যাণ, মীনাদেবীর গাড়ি লক্ষ্য করে ‘বাজি’

বাড়ি ফিরে আসার তিনদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় করোনা আক্রান্ত অশীতিপর ওই বৃদ্ধের। দাভাদকরের এই আত্মত্যাগের ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কঠিন এই সময়ে বিরল এই আত্মত্যাগের প্রশংসা করেছেন নেটিজেনরা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version