Sunday, August 24, 2025

করোনা পরিস্থিতি ভয়াবহ, মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ বাইডেনের

Date:

ভারতে করোনা পরিস্থিতি(coronavirus situation) ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। কোভিডের ভারতীয় স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এমন অবস্থায় মার্কিন নাগরিকদের(American citizen) ভারতে(India) না যাওয়ার পরামর্শ আগেই দিয়েছিল হোয়াইট হাউস(white House)। এবার ভারতে থাকা মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে পদক্ষেপ নিল জো বাইডেন(Joe Biden) প্রশাসন। ইতিমধ্যেই এই মর্মে একটি টুইট করেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। জানিয়ে দেওয়া হয়েছে সরাসরি বিমান ছাড়াও প্যারিস ও ফ্র্যাঙ্কফুর্ট হয়ে মার্কিন নাগরিকদের ভারত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। ‌

প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গিয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীদের। করোনার নতুন স্ট্রেন ভারতীয় বি.৬১৭ স্ট্রেনের জন্যই দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ভারতীয় স্ট্রেন যাতে আমেরিকায় দাপট দেখাতে না পারে তার জন্যই মার্কিন নাগরিকদের বিধিনিষেধ মেনে দেশে ফিরিয়ে আনতে চাইছে বাইডেন প্রশাসন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই ভারতের থাকা মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে সমস্ত রকম প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নির্লজ্জ সরকার! করোনায় মরছে দেশ আর মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’য় অত্যাবশ্যক তকমা

উল্লেখ্য, করোনার জেরে আগেই ভারতের সঙ্গে সমস্ত রকম বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমেরিকা-ব্রিটেনের সহ একাধিক দেশ। প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশও ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে। যদিও কঠিন এই সময় যতটা সম্ভব সাহায্যের আশ্বাস দিয়ে মোদি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের মত দেশ গুলি। সেরামকে ভ্যাকসিনের কাঁচামাল পাঠানোর পাশাপাশি ইংল্যান্ড, আয়ারল্যান্ড থেকে আসছে শত শত কন্টেনার অক্সিজেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড, সৌদি আরব, জার্মানির মতো দেশগুলিও।

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version