Sunday, August 24, 2025

শনিবারের বদলে শুক্রবারই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

Date:

রাজ্যে গণনা ২ মে৷ গণনার ঠিক দুদিন আগে, শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ২০১১ বা ২০১৬ সালের ভোট গণনার আগে তিনি এমন কোনও বৈঠক না করলেও এবার তৃণমূলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ২৮৮ জন প্রার্থী ও তাঁদের এজেন্টদের৷ সূত্রের খবর, গণনা (Counting) প্রসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন মমতা। দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের খবর পৌঁছে গিয়েছে। বৈঠকে বিশেষভাবে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে কয়েকজন প্রার্থী এই বৈঠকে থাকছেন না৷ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি। ভোট না হলেও সামশেরগঞ্জের বিদায়ী বিদায় তথা বর্তমান প্রার্থী আমিরুল ইসলামকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই কেন্দ্রের ভোট ১৬ মে। সংক্রমণের কারণে এবার গণনার সময় বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে কমিশন (ECI)। কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা। কমিশনের এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে দাবি করে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। গণনার সময় নতুন নিয়ম নিয়ে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতেই সম্ভবত দলনেত্রী এই জরুরি বৈঠক তলব করেছেন বলে মনে করা হচ্ছে। বাইরে যাই হয়ে যাক, দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছেড়ে সেখানেই পড়ে থাকতে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version