Monday, May 12, 2025

রাজ্যে গণনা ২ মে৷ গণনার ঠিক দুদিন আগে, শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ২০১১ বা ২০১৬ সালের ভোট গণনার আগে তিনি এমন কোনও বৈঠক না করলেও এবার তৃণমূলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ২৮৮ জন প্রার্থী ও তাঁদের এজেন্টদের৷ সূত্রের খবর, গণনা (Counting) প্রসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন মমতা। দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের খবর পৌঁছে গিয়েছে। বৈঠকে বিশেষভাবে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে কয়েকজন প্রার্থী এই বৈঠকে থাকছেন না৷ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি। ভোট না হলেও সামশেরগঞ্জের বিদায়ী বিদায় তথা বর্তমান প্রার্থী আমিরুল ইসলামকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই কেন্দ্রের ভোট ১৬ মে। সংক্রমণের কারণে এবার গণনার সময় বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে কমিশন (ECI)। কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা। কমিশনের এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে দাবি করে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। গণনার সময় নতুন নিয়ম নিয়ে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতেই সম্ভবত দলনেত্রী এই জরুরি বৈঠক তলব করেছেন বলে মনে করা হচ্ছে। বাইরে যাই হয়ে যাক, দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছেড়ে সেখানেই পড়ে থাকতে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Related articles

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...
Exit mobile version