Thursday, November 13, 2025

শনিবারের বদলে শুক্রবারই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

Date:

Share post:

রাজ্যে গণনা ২ মে৷ গণনার ঠিক দুদিন আগে, শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল প্রার্থীদের সঙ্গে জরুরি বৈঠকে (Meeting) বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ২০১১ বা ২০১৬ সালের ভোট গণনার আগে তিনি এমন কোনও বৈঠক না করলেও এবার তৃণমূলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে রাজ্যের ২৮৮ জন প্রার্থী ও তাঁদের এজেন্টদের৷ সূত্রের খবর, গণনা (Counting) প্রসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন মমতা। দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের খবর পৌঁছে গিয়েছে। বৈঠকে বিশেষভাবে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে কয়েকজন প্রার্থী এই বৈঠকে থাকছেন না৷ জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন ফের হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি। ভোট না হলেও সামশেরগঞ্জের বিদায়ী বিদায় তথা বর্তমান প্রার্থী আমিরুল ইসলামকে বৈঠকে থাকতে বলা হয়েছে। এই কেন্দ্রের ভোট ১৬ মে। সংক্রমণের কারণে এবার গণনার সময় বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে কমিশন (ECI)। কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা। কমিশনের এই নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে দাবি করে পাল্টা কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। গণনার সময় নতুন নিয়ম নিয়ে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতেই সম্ভবত দলনেত্রী এই জরুরি বৈঠক তলব করেছেন বলে মনে করা হচ্ছে। বাইরে যাই হয়ে যাক, দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছেড়ে সেখানেই পড়ে থাকতে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...