কোভিডমুক্ত হয়ে বাড়ি ফিরলেন মনমোহন সিং

কোভিডমুক্ত (covid free) হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং (manmohan singh)। করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত ১৯ এপ্রিল প্রাক্তন প্রধানমন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। কোনও ঝুঁকি না নিয়ে অশীতিপর কংগ্রেস নেতাকে এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ার আগে কোভিড ভ্যাকসিনের দু’‌টি ডোজ নিয়েছিলেন তিনি। তারপরেও কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ায় উদ্বেগ বেড়েছিল। তবে জ্বর আর সামান্য কিছু উপসর্গ ছাড়া অন্য কোনও শারীরিক কষ্ট ছিল না তাঁর।

আরও পড়ুন:Special : মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা; আসল বিজেপি কী করবে?

হাসপাতালে ভর্তি হওয়ার আগে দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু প্রাসঙ্গিক পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মনমোহন। যদিও তাতে কর্ণপাত না করে উল্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির নেতা-মন্ত্রীরা।

Advt

Previous articleকোভিড পরিস্থিতিতে মে দিবসের কর্মসূচিতে বদল সিপিএমের
Next articleকরোনায় বেহাল ভারত, ফের মোদিকে কাঠগড়ায় তুলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম