Monday, August 25, 2025

সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি। ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।
ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।
এমআর বাঙ্গুর, বাঙ্গুর সুপার স্পেশ্যালিটি, আইডি হাসপাতালে যেখানে দিন দশেক আগেও দৈনিক ৪০০-৫০০ ঘন মিটার অক্সিজেনের প্রয়োজন ছিল, সেখানে বর্তমানে চাহিদা ৮০০-১,১০০ ঘন মিটার হয়েছে।
পাশাপাশি, বহু করোনা আক্রান্ত রোগী বাড়িতে থেকে বা সেফ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্যও অক্সিজেন সিলিন্ডারের চাহিদা হঠাৎ অনেকটাই বেড়ে গিয়েছে।

অক্সিজেন উৎপাদনকারী সংস্থার কর্তার কথায়, রাজ্যে গত ৭-১০ দিনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের মতো না হলেও রাজ্যের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় আমরা গত দু’সপ্তাহ যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদন একেবারে বন্ধ করে সম্পূর্ণ ভাবে শুধুমাত্র মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করছি।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version