Monday, August 25, 2025

ডেথ সার্টিফিকেট-সহ করোনায় মৃতদের দ্রুত সৎকার, দেখভালে নবান্নের ৪৬৬ নোডাল অফিসার

Date:

প্রতিদিন আসছে একের পর এক করোনা (Corona) আক্রান্তর মৃতদেহ (Dead Body)। ধাপায় (Dhapa) মৃতদেহের স্তূপ। এর মধ্যে অনেক দেহ সৎকার করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। যাতে দ্রুত মৃতদেহ সৎকার করা যায়, সে ব্যাপারে সচেষ্ট হলো রাজ্য সরকার।

মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। সৎকার পদ্ধতি নিশ্চিত করতে শুক্রবার ৪৬৬ জন নোডাল অফিসার (Nodal officer) নিয়োগের ঘোষণা করল রাজ্য। নবান্ন (Nabanna) সূত্রে খবর, করোনায় মৃতের শেষকৃত্যের সমস্ত খরচও রাজ্য বহন করবে। তবে ডেথ সার্টিফিকেট (Death Certificate) দেখাতে হবে পরিবারকে।

নবান্ন জানিয়েছে, নোডাল অফিসাররাই এখন থেকে করোনা রোগীদের মৃতদেহ সৎকারের দায়িত্বে থাকবেন। তাঁদের নাম এবং ফোন নম্বর জানিয়ে বিজ্ঞপ্তিও (Notification) প্রকাশ করেছে রাজ্য সরকার (State Government)। কলকাতা এবং আশপাশের শহরাঞ্চলের জন্য ১২৪ জন নোডাল অফিসার এবং গ্রামীণ এলাকার জন্য ৩৪২ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে চিকিৎসকের অধীনে করোনা রোগীর চিকিৎসা চলছিল, মৃত্যু হলে তিনিই ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। এমনকি রোগীর ব্যক্তিগত চিকিৎসকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। হাসপাতালে মৃত্যু হলেও এই নিয়ম বজায় থাকবে। কোনও রোগীকে স্থানান্তরের সময় মৃত্যু হলে, যে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদেরই ডেথ সার্টিফিকেট দিতে হত। এখন সেই নিয়ম বদলে রোগীকে রেফার করার পরে যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তারা ডেথ সার্টিফিকেট দেবে। রোগীর দেহ সৎকারে পুলিশের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) লাগবে না বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে তা আগে সংশ্লিষ্ট নোডাল অফিসারকে জানাতে হবে। প্রতি পুরসভায় নোডাল আধিকারিক রাখবে সরকার। রোগীর মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে শেষকৃত্যের (Last Rites) ব্যবস্থা করবেন তাঁরাই। শেষকৃত্যে রোগীর পরিজন হাজির থাকতে পারবেন। মাস্ক (Mask) ও পিপিই কিট (PPE Kit) পরে মাত্র ৫ জন হাজির থাকতে পারবেন শেষকৃত্যে।

আরও পড়ুন:গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮ রোগীর

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version