Tuesday, August 26, 2025

স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা, করোনার উপসর্গ থাকলেই ভর্তি হওয়া যাবে হাসপাতালে

Date:

কোভিড (Covid) পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। এদিকে রোগীর শরীরে স্পষ্ট হচ্ছে উপসর্গ। কিন্তু রিপোর্ট (Result) না পাওয়ায় চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে রোগী ও তাঁর পরিবারকে- এই চিত্র রাজ্যের সর্বত্র। একের পর এক হাসপাতাল (Hospital) ঘুরেও মেলেনি পরিষেবা। এই হয়রানি ঠেকাতে এগিয়ে এসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারি করে জানিয়েছে, সামান্যতম কোভিডের উপসর্গ থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালকে। রেফার করা যাবে না। পরিস্থিতি আশঙ্কাজনক বলে তো কোন অবস্থাতেই রেফার করা যাবে না।

এ রাজ্যে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক টেস্ট। তবে তা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। টেস্টের (Test) রিপোর্ট পেতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অনেকক্ষেত্রেই টেস্ট করার পরে স্বাভাবিক জীবন-যাপন করছেন রোগী। পরে রিপোর্ট পজেটিভ (Positive) হলে দেখা যাচ্ছে অনেকের সংস্পর্শেই গিয়েছিলেন তিনি। ওই রোগীর থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন। কখনও আবার রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়ছেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় হাসপাতালে চিকিৎসা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল রোগীকে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নজরে আসে স্বাস্থ্য দফতরের। এরপরেই নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী, কোনও রোগী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ওয়ার্ডে ভর্তি নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশ অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েই, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।র‍্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি চিকিৎসকের কোনও সন্দেহ থাকে তবে আরটি-পিসিআর পরীক্ষা করা যেতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version