কর্ণাটকের পুরসভা নির্বাচনে ধরাশায়ী বিজেপি, বিরাট সাফল্য কংগ্রেসের

রাত পোহালেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা (Assembly Election Result Out)। ঠিক তার ২৪ ঘন্টা আগে দক্ষিণের রাজ্য কর্ণাটকে (Karnataka) বিরাট ধাক্কা খেলো গেরুয়া শিবির। বিজেপি (BJP) পরিচালিত কর্ণাটক পুর ভোটে (Municipality Election) ধরাশায়ী হয়েছে তারা। বিশাল জয় কংগ্রেসের (Congress)।

কর্ণাটকের পুরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে ১০টির মধ্যে ৭টি দখল করে জয়জয়কার কংগ্রেসের। একটি মাত্র পুরসভার দখল রাখতে পেরেছে রাজ্যের শাসকদল বিজেপি। আর একটি গিয়েছে জেডিএস-এর ঝুলিতে।আসনের নিরিখে কংগ্রেস পেয়েছে ১১৯টি। জেডিএস ৬৭ এবং বিজেপির দখলে গিয়েছে ৫৬টি আসন।

এই ফলাফলের পর পাঞ্জাব, হিমাচল প্রদেশের মতো লোকাল বডি ইলেকশনে কর্নাটকেও জোর ধাক্কা খেলো বিজেপি। দেশজুড়ে ক্রমশ মোদি হাওয়া ফিকে হচ্ছে, তা এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত।

Previous articleকরোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ সাহাবুদ্দিন
Next articleভ্যাকসিনের সঙ্কটকালে ভারতে পৌঁছল রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি