Saturday, August 23, 2025

সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, বৈঠকে দেশজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে আলোচনা করা হয় ৷ বৈঠকে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, তাঁর মন্ত্রিসভার সব সদস্যই যেন তাঁদের সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ৷ সেখানকার বাসিন্দাদের সবরকমভাবে সাহায্য করেন এবং তারপর তাঁরা কেমন আছেন, নিয়মিত সেই তথ্যও সংগ্রহ করেন ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর নির্দেশ, প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে ৷ তারপর তা মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷
এই বৈঠকের পর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, কোভিডের মোকাবিলায় সরকারের সবক’টি দফতরই একসঙ্গে এবং দ্রুত কাজ করে চলেছে ৷’’
এদিনের বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা সবক’টি রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন অনুযায়ী সবাইকে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ২৩ রাজ্যের জন্য ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে ৷’’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল ৷ তিনি বৈঠকে উপস্থিত সকলের সামনে দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version