Sunday, November 16, 2025
কণাদ দাশগুপ্ত

কণাদ দাশগুপ্ত: ‘আর কোনও আশা নেই’, এটা বুঝেই সম্ভবত দিনদশেক আগে মাঠ ছেড়ে বেরিয়ে যান বাংলার বিরুদ্ধে ‘খেলতে’ নামা গেরুয়া টিমের ‘ক্যাপ্টেন’ অমিত শাহ৷

কমিশনের নতুন জারি করা সভা-বিধিকে হাতিয়ার করে এ রাজ্যে কোনও প্রচার সভা করতে শাহ কার্যত অস্বীকার করেন৷ জানিয়েছিলেন, বাংলায় আর কোনও সভা করবেন না৷ ভার্চুয়াল সভা অন্তত করতে পারতেন তিনি, প্রধানমন্ত্রী শুক্রবার যেমন করেছেন৷ সে পথেও যাননি সেনাপতি৷ এজেন্সি রিপোর্ট ততক্ষণে শাহকে জানিয়ে দেয়, বাংলায় পদ্ম ফুটছে না৷

দায় এড়াতে আরও একটি কাজ তখন তিনি করেছিলেন৷ শেষ দু’‌দফার ভোট শাহ ছেড়ে দেন রাজ্য নেতৃত্বের হাতেই৷ বাংলা-দখলের খেলায় বঙ্গ-বিজেপিকে প্রথম দিন থেকে ‘দুধে-ভাতে প্লেয়ার’ হিসাবে মোদি- শাহ গণ্য করেছেন৷ এর কারন, দিল্লি জানে, বাংলায় তাঁদের দলের ‘প্লেয়ার’ -দের দৌড় কতখানি৷ জানে বলেই ‘বড়’ ম্যাচে স্রেফ দর্শক হিসাবে রাখা হয় বঙ্গ-বিজেপিকে৷ প্রার্থী বাছাই থেকে প্রচারের ধরন, কমিশন থেকে টাকা, সবকিছুই দিল্লির হাতে, বঙ্গ-টিম শুধু দেখেছে৷ এ সব জানার পরেও শেষ দু’দফার ৭১ আসনের ভোটের দায়িত্ব রাজ্য নেতাদের হাতে ছাড়ার অর্থ একটাই, দিল্লি নিশ্চিত হয়েছে, এই ‘ম্যাচ’ হাতছাড়া হয়ে গিয়েছে, আর ঘাম ঝরিয়ে লাভ নেই৷

২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটেও বিজেপি এমন তেড়েফুঁড়েই নেমেছিলো এবং শেষভাগে এসে মিইয়েও গিয়েছিলো৷ এখানেও প্রায় একই ছবি৷ শেষপর্যন্ত দিল্লিতে বিজেপির দখলে যায় মোট ৭০ আসনের মধ্যে ৮টি৷ বাংলায় ২০২১-এর ভোটে যত আসন বিজেপি পেয়েছে, ২০১৬-র ভোটে ৩ আসন পাওয়া এই দলের কাছে তা চমকপ্রদ ‘গ্রোথ’ ৷ আগামী ৫বছর এই সান্ত্বনা নিয়ে প্রতিটি দিন কাটাতে হবে নরেন্দ্র মোদি, অমিত শাহকে৷

মোটের উপর, রবিবার থেকে আর ‘ভালো’ নেই বিজেপি৷ ভোটপর্বের শুরুতে তৃণমূলের ভোট- স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপির আসনসংখ্যা তিন অঙ্ক, পেরোবে না৷ নির্বাচনের শেষলগ্নে বিজেপির ‘বডি- ল্যাঙ্গুয়েজ’-ই বলছে, সেদিন ঠিকই বলেছিলেন প্রশান্ত কিশোর ৷

আরও পড়ুন:পাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম

বিজেপি বরং এখনই ময়না তদন্তে নামুক, কেন এমন হলো ? খতিয়ে দেখুক, দলের বিশ্বস্ত আদিকর্মীদের ঘরে তুলে দিয়ে দলবদলু-দের সুয়োরানি বানানোর তথাকথিত ‘মাস্টারস্ট্রোক’ কতখানি আত্মঘাতী হলো !

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version