Saturday, January 10, 2026

গণনা শেষের আগেই রণে ভঙ্গ অশোকের, উদ্দীপিত শঙ্কর

Date:

Share post:

বামেদের দুর্দিনে শিলিগুড়ি পুরসভা দখল করে শিলিগুড়ি (Siliguri) মডেল-এর জন্ম দিয়েছিলেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। এবারের বিধানসভা ভোটের গণনা শেষ হওয়ার আগেই তিনি রণে ভঙ্গ দিলেন। রবিবার বেলা ১২টার আগেই তিনি শিলিগুড়ি কলেজের গণনাকেন্দ্র ছেড়ে চলে গেলেন। এবং যাওয়ার আগে বলে দিলেন, গত লোকসভা ভোটে শিলিগুড়ি সহ গোটা রাজ্যে বাম-কংগ্রেসের (Left-Congress) ভোট বিজেপির দিকে চলে যাওয়ার যে ট্রেন্ড ছিল সেটাই মনে হচ্ছে ফের দেখা যাচ্ছে।

শিলিগুড়ি আসনে এবারের বিজেপি (Bjp) প্রার্থী শঙ্কর ঘোষ (Shankar Ghosh) ভীষণ উদ্দীপিত। কারণ, ভোটের দিনক্ষণ ঘোষণার পরে আচমকা সিপিএম ছেড়ে বিজেপিতে ঢুকে প্রার্থী হয়েছিলেন শঙ্করবাবু। তাঁর বিদ্রোহ ছিল অশোকবাবুর বিরুদ্ধে। কারণ, শঙ্করবাবু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, দলের বৃদ্ধতন্দ্রের অবসান চান তিনি। এমনকী, প্রকাশ্যে বলেছিলেন, একটা দলে দিনের পর দিন কেউ প্রার্থী হয়ে যাবেন আর হারবেন তা চলতে পারে না। সেই শঙ্করবাবু প্রার্থী হয়েই এভাবে ভো।ট গণনার আগেই তাঁর প্রাক্তন অলিখিত গুরুকে ভোট গণনা কেন্দ্র চাড়তে বাধ্য করবেন তা অবশ্য অনেকেই ভাবতে পারেননি।

কেন এমন হল! অশোকবাবু জানাচ্ছেন, তাঁরা রাজনৈতিক বিশ্লেষণ করে তার পরে জানাবেন। তিনি এটাও জানিয়েছেন, এমন ট্রেন্ড গোটা রাজ্যেই দেখা যাচ্ছে। তবে শিলিগুড়ির বিশিষ্টজনদের একাংশ মনে করছেন, বছরের পর বছর অশোককে জেতানোর পরেও শিলিগুড়ির অনেক মৌলিক সমস্যার সমাধান তিনি করতে পারেননি। যেমন, ট্রাফিক, পার্কিং, নিকাশি, জঞ্জাল সাফাই, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা। উপরন্তু, শিলিগুড়ি পুরসবার মেয়র হওয়ার পরেও অশোকবাবু শহরের মৌলিক সমস্যাগুলির সমাধান করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন বলে দাবি শহরবাসীদেরই। শুধু তাই নয়, দীর্ঘদিন পুরমন্ত্রী থেকেও কেন শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড সমস্যার সমাধান করতে পারেননি সেই প্রশ্নও উঠেছে। গত পাঁচ বছর ধরে শুধু কেন্দ্র ও রাজ্যকে দূষেই দিন কাটিয়েছেন বলেও অবিযোগ রয়েছে অশোকবাবুর বিরুদ্ধে।

এই অবস্থায়, অপেক্ষাকৃত তরুণ মুখ শঙ্করবাবুকে প্রাথমিকভাবে যে অনেকেই গ্রহণযোগ্য মনে করছেন তা এখনও অবধি স্পষ্ট। তবে ভোট গণনার শেষ পর্বে ফের ওমপ্রকাশবাবু শঙ্করবাবুকে টপকে গেলে সব হিসেব গোলমাল হয়ে যেতে পারে। সে সুযোগ কম বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন- হাইভোল্টেজ ভোটগণনার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মোদি

Advt

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...