তৃণমূলের পক্ষে যে যে ফ্যাক্টর কার্যকর হয়েছে

১) রাজ্যের সর্বস্তরের মহিলাদের বিপুল সমর্থন।

২) ধর্মীয় মেরুকরণের চেষ্টা হলেও তার প্রভাব না পড়া।

৩) রাজ্য সরকারের উন্নয়নের প্রভাব।

৪) তৃণমূলত্যাগী দলবদলু প্রার্থীদের নিয়ে স্থানীয় স্তরের বিজেপি কর্মীদের ব্যাপক অসন্তোষ।

৫) কংগ্রেসের গড়গুলিতে কংগ্রেসের ভোট তৃণমূলে যাওয়া। প্রমাণ মালদা, মুর্শিদাবাদ।

৬) অন্য রাজ্য থেকে এসে বাংলা দখলের হুঙ্কারের বিরুদ্ধে বাঙালি জাত্যভিমানের প্রতিফলন।

৭) স্থানীয় স্তরে বিজেপির কোনও ভরসাযোগ্য মুখ নেই।

৮) প্রশান্ত কিশোরের সময়োপযোগী স্ট্র্যাটেজি।

৯) দুর্নীতির বিরুদ্ধে বিজেপি প্রচার করছে অথচ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের সাদরে বরণ করে নিচ্ছে। এতে বিজেপির বিশ্বাসযোগ্যতা নষ্ট।

আরও পড়ুন- গণনা শেষের আগেই রণে ভঙ্গ অশোকের, উদ্দীপিত শঙ্কর

Advt