সবচেয়ে বড় ব্যবধানে জয়ী আব্দুল গণি , কমে পরাজিত উদয়ন

এবারের নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস । বাংলা জুড়ে ঘাসফুলের সুনামির ঢেউয়ে ১০০’র অনেক আগেই থেমে যেতে হয়েছে বিজেপিকে। সবচেয়ে বড় ব্যবধানে জয়ী ও সব থেকে কম ব্যবধানে পরাজয়ের নজির গড়ল উত্তরবঙ্গের দুই কেন্দ্র।
রাজ্যের মধ্যে এবার সব থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের আব্দুল গণি। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রে তিনি ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আব্দুল গণি পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৪৪৫টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রার্থী কংগ্রেসের ঈষা খান চৌধুরী পান মাত্র ২২ হাজার ২৮২টি ভোট। অন্যদিকে কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্র থেকে সব থেকে কম ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছেন। ওই কেন্দ্রের জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী নিশীথ অধিকারী। তিনি পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৫টি ভোট। তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৯৭৮ ভোট।

Advt

Previous articleশেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে সামান্য লাগাম, কমলো আক্রান্ত-মৃতের সংখ্যা
Next articleপ্রতিপক্ষকে হেলায় উড়িয়ে জয়ী মদন ফের পরিবহণের দায়িত্বে? জল্পনা তুঙ্গে