শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে সামান্য লাগাম, কমলো আক্রান্ত-মৃতের সংখ্যা

Omicron's group infection in the country

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। তবে তার মধ্যে একটু স্বস্তির খবর। দেশের ক্রমাগত ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে কিছুটা লাগাম। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন দামন্য কমল দৈনিক সংক্রমণ-এর হার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। তার আগের ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭২ হাজারেরও বেশি।

শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। যা আগের দিনের তুলনায় একটু কম। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনাজয়ীর সংখ্যা ৩ লক্ষ ৭৩২। তবে বাড়ল অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ রোগী মোট ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২।

আরও পড়ুন-বিজেপির বিরোধী দলনেতা কে? মুকুল-শুভেন্দু নাকি আদি শিবিরের?

সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪। মৃত্যু হয়েছে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩০০৩জন।

Advt

Previous articleল্যান্ডস্লাইড ভিকট্রির নেপথ্য নায়ক একজনই- অভিষেক
Next articleসবচেয়ে বড় ব্যবধানে জয়ী আব্দুল গণি , কমে পরাজিত উদয়ন