Monday, August 25, 2025

ভারতে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনায় সক্রিয় রোগীর সংখ্যাটাও ভয় ধরানোর মতো। এই মূহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩। মানুষ তো আক্রান্ত হচ্ছেই বাদ পড়ছে না পশুরাও। হায়দরাবাদের চিড়িয়াখানায় একসঙ্গে ৮টি সিংহ কোভিড পজিটিভ। ইতিমধ্যেই দেশের সব চিড়িয়াখানা বন্ধ করার দাবি উঠেছে। বন্ধ করা হয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা।

জানা গিয়েছে, তারা হঠাৎই অসুস্থ হয়ে পাড়ার কারণে হায়দরাবাদের ন‌েহরু জুওলজিক্যাল পার্ক-এর ওই সিংহগুলির নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এর পরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি-র পক্ষ থেকে মৌখিক ভাবে জানিয়েছে দেওয়া হয় ৮ টি সিংহ কোভিড পজিটিভ। ২৯ এপ্রিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই খবর জানতে পারে। ২ দিন আগে হায়দরাবাদের ওই চিড়িয়াখানাটি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন-দেশে এপ্রিলেই কাজ হারিয়েছেন ৭০ লক্ষ মানুষ! মে মাসে আরও বাড়ার আশঙ্কা, দাবি সমীক্ষায়

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে নিউ ইয়র্কে আটটি সিংহ ও বাঘের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। এছাড়া হংকংয়ে কুকুর-বিড়ালদের মধ্যেও করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। চিড়িয়াখানা সূত্রে খবর, গত ২৪ এপ্রিল আচমকাই নজরে পড়ে একাধিক সিংহের মধ্যে খিদের অভাব, নাক দিয়ে জল পড়ার সঙ্গে কাশির মতো লক্ষণও রয়েছে। মোট ১২ টি সিংহ রয়েচছে সেখানে। তার মধ্যে মধ্যে ৮টির করোনার লক্ষণ দেখতে পেয়ে কর্মীরা। তাঁরা খবর দেন কর্তৃপক্ষকে। তারপরই সিংহগুলির করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। সব ক’টি সিংহরই বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। ওই ৮টি সিংহের মধ্যে ৪টি সিংহী।

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version