ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৭২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৮,৯৪৯.৭৬ (⬆️ ০.৫৬%)

🔹নিফটি ১৪,৭২৪.৮০ (⬆️ ০.৮৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বৃহস্পতিবার আবারও বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ২৭২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৬ পয়েন্ট।

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ২৭২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৭২.২১ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৯৪৯.৭৬। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার নিফটি ১০৬.৯৫ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৭২৪.৮০।

Advt

Previous articleসন্ত্রাসে প্ররোচনার অভিযোগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Next articleরাজ্যে সন্ত্রাসের অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে নালিশ দিলীপের