ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৫৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৯,২০৬.৪৭ (⬆️ ০.৫২%)

🔹নিফটি ১৪,৮২৩.১৫ (⬆️ ০.৬৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার আবারও বড়োসড়ো উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ২৫৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৯৮ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ২৫৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৫৬.৭১ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,২০৬.৪৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার নিফটি ৯৮.৩৫ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮২৩.১৫।

Advt

Previous articleভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো ছবি প্রকাশ, ধরা পড়ে অবশেষে ক্ষমা চাইল বিজেপি
Next article‘নিরপেক্ষতা’ ও ‘মূল্যবোধ’ নিয়ে প্রশ্ন তুলে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনের আইনজীবী