সুশীলের খোঁজে দিল্লি পুলিশ

দিল্লি পুলিশ খুঁজছে অলিম্পিক্সে( Olympics) দু’বারের পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারকে( sushil kumar)। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক দলকে পাঠানো হয়েছে। সুশীল এখন কোথায় আছেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দিল্লি এবং আশেপাশের রাজ্যগুলিতে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু সুশীলের খোঁজ এখনও পাননি তারা।

গত বৃহস্পতিবারই দিল্লির ছত্রসল স্টেডিয়ামে দুই কুস্তিগিরের মারপিটকে কেন্দ্র একজনের মৃত্যু হয়।এই ঘটনায় নাম জড়িয়ে পড়ে সুশীল কুমারের। পুলিশের তরফ থেকে জানান হয়েছে, এই ঘটনায় সঙ্গে জড়িত সুশীল।

এদিন হরিয়ানার অতিরিক্ত ডিসিপি গুরিকবাল সিং সিধু বলেন,” আমরা তাঁর বাড়িতে দল পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। আমরা তাঁর খোঁজ করছি। অভিযুক্তদের খোঁজে কয়েকটি দল তল্লাশি চালাচ্ছে। সোনু মহাল নামে একজনের বয়ান আমরা নিয়েছি। তিনি সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্টেডিয়ামের পার্কিংয়ের এলাকায় সুশীল কুমারের সঙ্গে অজয়, প্রিন্স দালাল, সোনু, সাগর এবং অন্যান্যদের ঝামেলা হয়।”

গতকাল দিল্লির ছত্রসল স্টেডিয়ামে দুই কুস্তিগিরের মারপিট হয়। সেই ঘটনায় ম‍ৃত‍্যু হয় সাগর রানা নামে এক কুস্তিগিরের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Advt