Tuesday, August 26, 2025

তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্ট্যালিন

Date:

২ মে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তামিলনাড়ুর শাসকদল AIDMK ও তার জোট সঙ্গী বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে DMK। নির্বাচন জয়ের পর শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন(MK Stalin)। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ অনাড়ম্বরভাবে চেন্নাইয়ের(Chennai) রাজভবনে শপথ বাক্য পাঠ করেন স্ট্যালিন। রাজভবনে এদিন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।

পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে শুক্রবার সকালে সাদা শার্ট ও ধুতি পরিহিত স্ট্যালিনকে রাজভবনে ঢুকতে দেখা যায়। এরপর সমস্ত নিয়ম-নীতি মেনে তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন বর্ষীয়ান এই নেতা। স্ট্যালিনের পাশাপাশি রাজ্যপালের পৌরহিত্যে এদিন রাজভবনে ৩৩ জন মন্ত্রী ও শপথ বাক্য পাঠ করেছেন। এই নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ষষ্ঠবার সরকার গঠন করল ডিএমকে। জানা গিয়েছে শুক্রবার তামিলনাড়ু জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এস দুরাইমুরুগান। পুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে এন নেহেরু। উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন কে পনমুদি। কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গিয়েছে এম আর কে পন্নিরসেলভামকে।

আরও পড়ুন:বিরোধী দলনেতা : ওয়াক ওভার নয়, গোপন ব্যালটে ভোট চাইছে আদি বিজেপি

প্রসঙ্গত, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। এক দশক ধরে সেখানে ক্ষমতায় থাকা AIDMK-র হাত ধরে বিজেপি সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৮ আসনের ধারেকাছেও পৌঁছতে পারেনি আম্মার দল। অন্যদিকে ডিএমকে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৩ টি আসনে জয়লাভ করে। কংগ্রেস পায় ১৮ টি আসন।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version