মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির (Mumbai film industry) ৩০০০০ জন কর্মীকে ফ্রি তে করোনা ভ্যাকসিন (free coronavirus vaccine)দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল পড়েছিল যশ চোপড়া ফাউন্ডেশন(Yash Chopra foundation)। এবার করোনায় আক্রান্ত এবং স্বজনহারানো পরিবারগুলি পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন যশ চোপড়া ফাউন্ডেশনের কর্ণধার আদিত্য চোপড়া এবং তাঁর স্ত্রী রানি মুখোপাধ্যায় চোপড়া (Rani Mukherjee and Aditya Chopra)। আদিত্য ও রানি একসঙ্গে ‘যশ চোপড়া সাথী ইনিশিয়েটিভ’ নামে একটি সংস্থা তৈরি করেছেন।

‘যশ চোপড়া সাথী ইনিশিয়েটিভ’-এর পক্ষ থেকে মুম্বাই চলচ্চিত্র জগতের মহিলা এবং প্রবীণদের ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও গোটা এক মাসের রেশন শ্রমিকদের (৪ জনের পরিবার) হাতে তুলে দেওয়া হবে। সম্প্রতি নিজের টুইটারে হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ তাঁদের এই উদ্যোগের কথা জানিয়েছেন আদিত্য এবং রানি। সেখানে বলা হয়েছে । ইন্ডাস্ট্রিরযে সদস্যরা বর্তমানে চাকরিহীন এবং যাঁদের উপর এক কিংবা একাধিক মানুষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল তাঁরাই কেবল এই সুবিধা পাবেন।
