Tuesday, December 16, 2025

রাজ্য বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে(corona situation) অক্সিজেনের (oxygen)প্রয়োজনীয়তা বেড়েছে ব্যাপকভাবে। এহেন অবস্থায় দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদিকে(Narendra Modi) অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। চিঠিতে মোদির কাছে মমতার আবেদন রাজ্যে আরো অক্সিজেন প্রয়োজন। করোনা পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন প্রয়োজনীয় অক্সিজেন বাংলাকে পাঠায়।

মোদিকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা দিন দিন আরও বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলার রোজ ৫৮০ মেট্রিকটন অক্সিজেনের প্রয়োজন সেখানে মাত্র ৩০৮ মেট্রিকটন অক্সিজেন মিলছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য সচেষ্ট হয় সে আবেদন জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন:“অত্যন্ত হতাশাজনক ও অপ্রত্যাশিত”, নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতায় প্রতিক্রিয়া সোনিয়ার

উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি আরও লেখেন, “২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম। বিনামূল্যে রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরু করতে চেয়েছিলান। কিন্তু, কোনও সাড়া পাইনি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের লিখছি।” এবার রাজ্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের দাবি জানিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version