Monday, August 25, 2025

গোহারা হেরে রাজনীতি থেকে পাততাড়ি গুটিয়ে এবার শুটিংয়ে ফিরছেন রুদ্রনীল

Date:

একের পর এক রং পাল্টে শেষে গেরুয়া রং ধরেছিলেন রুদ্রনীল ঘোষ(rudranil Ghosh)। চ্যাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপি(BJP) যোগের পর প্রার্থী হয়েছিলেন ভবানীপুর বিধানসভা(Bhawanipur assembly) কেন্দ্র থেকে। তবে রং বদলাতে পারদর্শী এই অভিনেতাকে ভরসা করতে পারেননি ভবানীপুরের জনগণ। নির্বাচনী লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে নিজের চেনা রাস্তায় ফিরছেন রুদ্রনীল। তিনি জানিয়ে দিলেন, “এবার শুটিং ফ্লোরে ফিরব।”

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, ‘নির্বাচন খানিকটা দুর্গাপুজোর মত। এক একজন নিজেদের থিম অনুযায়ী মণ্ডপ সাজান। পুজোর প্রচার করেন। প্রতিযোগীতাও চলে। কেউ প্রথম হয়.. কেউ দ্বিতীয়। প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে আবার সবাই নিজের কাজে ফেরে। আমিও যেমন এবার শ্যুটিং ফ্লোরে ফিরব।’ প্রসঙ্গত, বিজেপিতে যোগদান ও ভবানীপুরের প্রার্থী হওয়ার পর একাধিক সংবাদ মাধ্যমে রুদ্রনীলের দাবি ছিল এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে পরাজিত করবেন তিনি। কারণ হিসেবে তিনি তুলে ধরেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ বিরক্ত। যদিও নির্বাচনের পর ফলাফল বের হতে দেখা যায়। শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন রুদ্রনীল। সংখ্যাটা প্রায় ২৯ হাজার ভোট। অতঃপর রাজনীতির এবড়োখেবড়ো পথ সরিয়ে এবার চেনা রাস্তায় হাঁটার প্রস্তুতি নিয়ে নিলেন রুদ্রনীল।

আরও পড়ুন:মুখ পুড়ল কেন্দ্রের, অক্সিজেনের সমস্যা মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

এদিকে নির্বাচনী হারের পর দলীয় কোন্দলে তপ্ত হয়ে উঠেছে গেরুয়া শিবির। হারের দায় দিলীপ কৈলাসদের উপর চাপিয়ে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। হারের জেরে দলের অন্দরে যখন ক্ষোভ-বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিপুল পরাজয়ের জেরে গেরুয়া শিবির যখন রীতিমতো উত্তাল তখন বিজেপি থেকে নিজেকে কার্যত সুইচ অফ করে চুপিসারে নিজের চেনা ময়দানে ফিরে এলেন রুদ্রনীলের মতো তারকারা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version