Saturday, August 23, 2025

দুর্বারের প্রতিষ্ঠাতা, অনন্য সমাজসেবী চিকিৎসক স্মরজিত জানাকে কাড়ল করোনা

Date:

মারণ করোনাভাইরাস কেড়ে নিল এক অসাধারণ সমাজসেবক চিকিৎসকের জীবন। বিশিষ্ট মহামারি বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য আন্দোলনের প্রথমসারির কর্মী, এইডস বিরোধী সচেতনতা আন্দোলনের প্রাণপুরুষ, যৌনকর্মী ও সমাজের প্রান্তিক শ্রেণীর মহিলাদের সংগঠন দুর্বার মহিলা সমিতির প্রতিষ্ঠাতা চিকিৎসক স্মরজিত জানা (dr.smarajit jana) প্রয়াত। গত কয়েক দশকে অন্তত ৬৫ হাজার যৌনকর্মীকে নতুন জীবন দিয়েছিলেন ডা.স্মরজিত জানা। যৌনকর্মীদের শিশুরা যাতে সুন্দর ভবিষ্যত পায় তা নিশ্চিত করতে কাজ করেছেন আজীবন। নব্বইয়ের দশক থেকে নিরলস কাজ করে গিয়েছেন সোনাগাছি সহ-কলকাতার অন্যান্য যৌনপল্লিতে মহিলাদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে। গত বছর থেকে তিনি যৌন পল্লীগুলিতে করোনা সচেতনতার প্রচার শুরু করেছিলেন। আর সেই করোনাই কেড়ে নিল সমাজবন্ধু এই চিকিৎসকের প্রাণ। তাঁর মৃত্যুতে এরাজ্যের যৌনকর্মীরা কার্যত অভিভাবক হারালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মরজিত জানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “স্মরজিত জানার মৃত্যুতে আমি গভীর শোকাহত। যৌনকর্মীদের সমবায় গড়ে তুলে তিনি প্রত্যেক যৌনকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছিলেন এবং প্রান্তিক মহিলাদের নানা সামাজিক সুবিধের মধ্যে নিয়ে এসেছিলেন। তাঁর পরিবার ও অনুগামীদের জন্য সমবেদনা।”

আরও পড়ুন- অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে স্মরজিত জানার প্রচেষ্টায় গড়ে ওঠে দুর্বার। প্রাথমিকভাবে নিষিদ্ধপল্লিতে নাবালিকা পাচার, যৌনকর্মীদের অধিকার দাবিদাওয়া বুঝে নেওয়ার লড়াই শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। পাশাপাশি ছিল মারণব্যধি এইডস-এর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন। তাঁর কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি যৌনকর্মীদের সন্তানদের মূল স্রোতে নিয়ে আসার জন্য নানা সময়ে অভিনব প্রকল্প নিয়েছেনিলেন স্মরজিত জানা। ২০১৫ সালে বারুইপুর রামনগরে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলেন দুর্বারের মাধ্যমে। সেখানে অনুর্ধ্ব ১৩-১৫ এর ছেলেমেয়েরা খেলার সুযোগ পেত। দুর্বারের তরফে তাঁর নেতৃত্বে ছেলেমেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য সারা বছর নানা পরিকল্পনা করা হতো। সোনাগাছির যৌনপল্লীতে সমবায় থেকে দুর্গাপুজো, স্বাস্থ্যশিবির সহ বহু সামাজিক কর্মকাণ্ড চালাতেন এই অক্লান্ত চিকিৎসক।

আরও পড়ুন- ‘করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি, ক্ষমাযোগ্য নয়’, জানালো LANCET journal

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version