করোনা ( corona) আক্রান্ত কলকাতা নাইট রাইডার্সের ( kkr) ক্রিকেটার টিম সেইফার্ট( tim seifert)। বিমান ধরার আগে তাঁর দুবার করোনা পরীক্ষা করা হয়। আর সেখানেই করোনার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। যার ফলে এখনই নিউজিল্যান্ড ফেরা হচ্ছে না সেইফার্টের। আপাতত ভারতেই থাকতে হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবারই বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল।

আহমেদাবাদে কোয়ারেন্টাইনে রয়েছেন সেইফার্ট। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে চেন্নাইয়ের একটি হাসপাতালে। সেখানেই রাখা হবে সেইফার্টের।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়,” মৃদু উপসর্গ রয়েছে সেইফার্টের। এর আগে ১০ দিনে সাতবার করোনা পরীক্ষা করা হলে, তখন ফল নেগেটিভ এসেছিল তাঁর। নিউজিল্যান্ডে ফিরলে ১৪ দিন কোয়ারেন্টাই থাকতে হবে সেইফার্টকে। ”

আরও পড়ুন:ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড