অসমের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, ইস্তফা দিলেন প্রাক্তন সোনোয়াল

মুখ্যমন্ত্রী(chief minister) পদ নিয়ে গত এক সপ্তাহ ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে সিদ্ধান্ত এল অসম বিজেপি। রবিবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা(Himant Vishwa Sharma)। পরিস্থিতি নিজের পক্ষে অনুকূল নয় বুঝতে পেরে রবিবার বিজেপির বিধায়ক দলের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা নাম প্রস্তাব করেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল(sarbananda sonowal)। এরপর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করতে সম্মতি দেন দলের প্রায় সমস্ত বিধায়ক।

জানা গিয়েছে, রবিবার দুপুর বারোটা নাগাদ অসম্মান সভায় বিধায়ক দলের বৈঠক বসে বিজেপির। এই বৈঠকে যোগ দিতে একই গাড়িতে বিধানসভা পৌঁছন সর্বানন্দ সোনোয়াল ও হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বিধায়ক দলের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মার নাম চূড়ান্ত হওয়ার পর বিধানসভা থেকে বেরিয়ে রাজ ভবনে গিয়ে অসমের রাজ্যপাল জগদীশ মুখীর কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দেন সর্বানন্দ। তবে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে কবে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি বিজেপির তরফে।

আরও পড়ুন:বৈঠকের আগেই ইস্তফা অসমের মুখ্যমন্ত্রী সোনোওয়ালের, অনেক এগিয়ে হিমন্ত

উল্লেখ্য, নির্বাচনে জয়ের পর অসমের নয়া মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে বিগত সাত দিন ধরে দড়ি টানাটানি চলছিল বিজেপির অন্দরে। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন কাছাড়ি উপজাতির নেতা সর্বনন্দ, অন্যদিকে উত্তর-পূর্বে জোটের মূল হোতা হিমন্ত। ‘কিসসা কুর্সিকা’ সমস্যা মেটাতে শনিবার সকালেই নাড্ডার দিল্লির বাড়িতে আলাদা আলাদা বৈঠক হয় অমিত শাহ ও জেপি নাড্ডার। এরপর সর্বনন্দ-হিমন্তকে মুখোমুখি বসিয়ে কথা হয়। এমনকী দলের সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষও দুজনের সঙ্গে আলাদা বসেন। তারপরেও সমাধান সূত্র বেরোয়নি। এরপর রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিতে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল হিমন্ত বিশ্ব শর্মাকে। প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের অসম ভোটে বিজেপি পেয়েছে ৬০টি আসন। জোটসঙ্গী অসম গণপরিষদ পেয়েছে ৯টি আসন ও ইউপিপিএল ৬টি আসন।

Advt

Previous articleবৈঠকের আগেই ইস্তফা অসমের মুখ্যমন্ত্রী সোনোওয়ালের, অনেক এগিয়ে হিমন্ত
Next articleপঁচিশে বৈশাখ: রবি-স্মরণে টুইট মোদি-মমতার