পঁচিশে বৈশাখ: রবি-স্মরণে টুইট মোদি-মমতার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০-তম জন্মবার্ষিকীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলায় টুইট (Tweet) করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)ও।
বাংলায় প্রচারে এসে একাধিক বার রবীন্দ্রনাথের কবিতার পংক্তি আওড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বকবির জন্মদিনে বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“রবীন্দ্র জয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে”। বাংলার পাশাপাশি ইংরাজিতেও টুইট করেন তিনি।
 করোনা পরিস্থিতিতে খুব ছোট পরিসরে রবীন্দ্রজয়ন্তী পালন করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন টুইটে শ্রদ্ধা জানান তিনি। লেখেন,
“বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওঁনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি”
বাংলাতে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Advt
https://www.youtube.com/watch?v=NgjJsgV9q5M
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=qsq-8b_Y7JA&feature=youtu.be
Previous articleঅসমের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, ইস্তফা দিলেন প্রাক্তন সোনোয়াল
Next articleস্থগিত এএফসি কাপের গ্রুপ লিগের ম‍্যাচ