Thursday, August 28, 2025

বর্ষীয়ান সাংবাদিক কমল ভট্টাচার্য করোনায় প্রয়াত। প্রণাম কমলদা।

দিনকয়েক আগেই ফোন।
আমার ভাষণ এবং টিভির বক্তব্য ভালো লাগছে। নিজে ফোন করে বললেন। আরও কিছু মতামত দিলেন। ঠিক হল ভোটের পরেই দেখা হবে।

আজ সৃষ্টি টিভির কর্ণধার অশোক আগরওয়ালের ফোন: ” সকালে কমলদা ফোন করেছিলেন। বললেন খুব শ্বাসকষ্ট হচ্ছে। ভর্তি করিয়ে দিন। সেই ব্যবস্থা করে ফোন করলাম, কেউ ধরলেন না। ছেলেকে পাঠালাম কমলদার বাড়িতে। গিয়ে জানা গেল সব শেষ।”

এই খবরের প্রতিক্রিয়া কী হতে পারে?
কয়েকদিন অবিরাম চলছে এই ভর্তি, অক্সিজেন, ভ্যাকসিন ইত্যাদি নিয়ে ফোন, ছুটে আসা, পাঠানো, যাওয়া, অনুরোধ।
পরের পর দুঃসংবাদ।
এবার কমলদা। এভাবে।

যুগান্তরে ছিলেন। তারপর প্রতিদিন। দীর্ঘকাল দিল্লি। তারপর কলকাতা। 1996 13 দিনের সালে বাজপেয়ী সরকারের পতন ও জ্যোতি বসু কেন্দ্রিক পর্ব- দিল্লিতে কমলদা ব্যুরো চিফ। সঙ্গে অঞ্জন আর কলকাতা থেকে যাওয়া আমি। সেসব দিন অতীব বর্ণময়।

পরে কমলদা কলকাতায় দায়িত্বে। একসঙ্গে কাজ, সহমত, ভিন্নমত। কিন্তু সুসসম্পর্ক চিরকাল। বৌদি মাটির মানুষ। কন্যা শ্রীলেখা সম্ভবত লন্ডনে।

কমলদাকে একবার দাঁড় করানো হল প্রেস ক্লাবের ভোটে। তিনি নারাজ। আমাদের হুজুগ। বড় কাগজের প্রার্থীকে উড়িয়ে দিয়ে বিপুল জয় কমলদার।

মানুষটাকে কখনও জোরে কথা বলতে দেখিনি।

এখনও কোনো মিডিয়াতে কাজের মধ্যেই ছিলেন কমলদা।

কদিন আগেই ফোন-” কমলদা বলছি”;
আর আজ এইভাবে চলে যাওয়া, just নেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:বাড়ছে করোনার প্রকোপ, ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ল দিল্লি ও উত্তরপ্রদেশে

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version