ভোটের আগেই একে একে তৃণমূল ছেড়েছিলেন অনেক হেভিওয়েট নেতা-নেত্রী। তখনই তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বলেন, “কিছু গদ্দার বেরিয়ে গিয়েছে, ভালো হয়েছে”। ফল বেরোনোর পরেও দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অধিকাংশ প্রার্থীই জিততে পারেননি। আর পুরনো দিনের যেসব সঙ্গীদের ওপর নতুন করে ভরসা করেছে তৃণমূল, তাঁরা জিতেছেন। এখানে উল্লেখযোগ্য অখিল গিরির (Akhil Giri) নাম। পূর্ব মেদিনীপুরে অধিকারীদের দাপটে একসময় দলে রীতিমতো কোণঠাসা হতে হয়েছিল তাঁকে. তবে দমে যাননি তিনি। অন্যায়ের প্রতিবাদ করেছেন। বিধানসভা নির্বাচনের আগে যখন পুরো অধিকারী পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করেছে তখন পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ঘর সামলেছেন অখিল গিরি। বরাবর অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও (Shiuli Saha)।
এবারের মন্ত্রিসভার নতুন মুখের মধ্যে উল্লেখযোগ্য ঝাড়গ্রাম থেকে জিতে আসা সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hasda)। ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। রয়েছেন জঙ্গলমহলের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি, শ্রীকান্ত মাহাতো।
আরও পড়ুন- পূর্ণমন্ত্রী হিসেবে আস্থা পুরনো মুখেই, বাদ পড়লেন মদন-নির্মল-তপন
এবারের মন্ত্রিসভায় টলিউড থেকে ভোটের ময়দানে নেমে জয়ী তারকাদের জায়গা এখনও না হলেও, তালিকায় রয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
আর যাঁরা তালিকায় রয়েছেন তাঁরা হলেন: রথীন ঘোষ, শিউলি সাহা, রত্না দে নাগ, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, হুমায়ুন কবীর।
আরও পড়ুন- রবীন্দ্র জয়ন্তীতে ট্যুইটারে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের, হিংসার ঘটনা নিয়ে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে
দীর্ঘদিনের নেতা মালের বিধায়ক, বুলুচিক বরাইকও প্রথমবারের জন্য মন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন। এবারের মন্ত্রিসভার এই তালিকা পর্যালোচনা করে অনেকেই বলছেন, যেসব জায়গায় তৃণমূলের জমি শক্ত হয়েছেন, সেখানকার বিধায়করাই ঠাঁই পাচ্ছেন মন্ত্রিসভায়।