আগামী ২ দিন নিমতলা শ্মশানে বন্ধ নন-কোভিড মৃতদেহের সৎকার

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে নিমতলা শ্মশানে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিন বৈদ্যুতিন চুল্লিতে নন-কোভিড মৃতদেহের সৎকার বন্ধ রাখা হচ্ছে।

কাশীপুর-বেলগাছিয়া নবনির্বাচিত তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেছেন, নিমতলা শ্মশানের ৪ টি বৈদ্যুতিক চুল্লিতেই কোভিডে মৃতদেহ দাহ করা হচ্ছে। মৃতদেহ জড়ানো প্লাস্টিক গলে তৈরি হচ্ছে সমস্যা। ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্রগুলিও ঠিকঠাক কাজ করছে না। ফলে চাপ কমিয়ে ৪ টি চুল্লিকে সম্পূর্ণভাবে মেরামত করার করা হচ্ছে। মঙ্গলবার সকালের আগে পরিস্থিতি ঠিক হবে না। তবে কাঠের চুল্লিতে দাহ করা হচ্ছে দেহ।

আরও পড়ুন-পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

করোনা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বাড়ার ফলে বেশ কিছু অস্থায়ী বৈদ্যুতিক শ্মশান চালু করছে কলকাতা পুরসভা। ওই শ্মশানে ২ টি চুল্লি থাকবে। সেখানে শুধুমাত্র কোভিড-মৃতদেহই সৎকার করা হবে। জানা গিয়েছে, নতুন শ্মশানটি হবে দক্ষিণ কলকাতার ভাটচালায় ৮০ নম্বর ওয়ার্ডে। এছাড়াও ধাপায় আরও একজোড়া নতুন চুল্লিও তৈরি করছে পুরসভার স্বাস্থ্য দফতর।

Advt

Previous articleএক টাকায় পেট পুরে নিরামিষ আহার
Next articleটিকা পাঠায়নি কেন্দ্র, ঘাটতি মেটাতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে টিকা কিনল রাজ্য