Saturday, August 23, 2025

‘অধিকারী-মিথ’ তছনছ করার পুরস্কার পেয়ে মন্ত্রীর আসনে অখিল গিরি

Date:

পূর্ব মেদিনীপুরের তথাকথিত ‘অধিকারী- গড়’ চূর্ণ করার লড়াইয়ের প্রধান সেনাপতির দায়িত্ব পালনে সফল হয়েছেন তিনি৷  আর তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন রামনগরের ৪ বারের বিধায়ক অখিল গিরি (Akhil Giri)৷
মন্ত্রী হওয়ার পরই অখিল গিরি নিশানা করেছেন  অধিকারী পরিবারের দিকেই৷  তিনি বলেছেন,  “বিজেপি-র (BJP) বিরুদ্ধে লড়াই তো ছিলোই, পাশাপাশি আমার লড়াই ছিল অধিকারী পরিবারের বিরুদ্ধেও৷ ওরা যে ভাবে দল পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিলো তারই বিরুদ্ধে। আমরা খুশি, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জেলায় জায়গা ধরে রাখতে পেরেছি।’’
তৃণমূলের (TMC) গত দু’দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রী ছিলেন দু’জন, এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং জেলা তৃণমূলের বর্তমান জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে এবার  সৌমেন মহাপাত্রর সঙ্গে মন্ত্রী হলেন অখিল গিরিও৷
পূর্ব মেদিনীপুরের তৃণমূল রাজনীতিতে অধিকারী পরিবারের ‘তেজে’ এতদিন পিছনের সারিতে থাকতে হয়েছিলো রামনগরের বিধায়ক অখিল গিরিকে৷ একুশের ভোটে সেই অধিকারী’দের বোতলবন্দি করে এক ধাক্কায় রাজ্য রাজনীতির সামনের সারিতে চলে এসেছেন অখিল গিরি৷  প্রথমবার রাজ্য  মন্ত্রিসভার সদস্য হয়ে খুশি  অখিল গিরি৷ তিনি বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রাজনৈতিক লড়াই চালাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগ্রামের স্বীকৃতি অনেক আগেই আমাকে দিয়েছেন। এ বার একটা নতুন দায়িত্ব পেলাম।’’ আর নতুন দায়িত্ব পেয়েই আরও একবার অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অখিল বলছেন, ‘‘এ বার অন্য রাজনৈতিক দলের সঙ্গে যেমন লড়াই ছিল, তেমনই অধিকারীদের বিরুদ্ধেও আমার লড়াই ছিল। ওরা যে ভাবে দলকে পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিল তারই বিরুদ্ধে। আমার ভাবতে ভাল লাগছে, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জায়গাটা অনেকটা ধরে রাখতে পেরেছি।’’ অখিল বলছেন, “এবার আমার প্রথম লড়াই হবে, যে আসনগুলি আমরা হারিয়েছি সেই সব জায়গায় ফিরে আসার।’’
অধিকারী পরিবারের ‘মিথ’ তছনছ করে এবং পূর্ব মেদিনীপুরে  ‘গেরুয়া ঝড়’ রুখে দেওয়ার পুরস্কার পেয়ে এখন মন্ত্রীর আসনে অখিল গিরি৷
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version