Wednesday, November 12, 2025

সালটা ১৮৮৩। দিনটি ছিল ২রা মে। ফড়িয়াপুকুরে কাশীশ্বর মিত্তিরে বাড়িতে এসেছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ। তাঁকে পিয়ানো বাজিয়ে গান শোনাচ্ছেন বছর বাইশের এক কবি। প্রাণকৃষ্ণ আবেশে চোখ বন্ধ করে রেখেছেন। গান শেষ হলে রামকৃষ্ণ চোখ খুললেন। বললেন, ‘আঃ, কি শান্তি’।

গান যিনি শোনাচ্ছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দুই ঠাকুরই মুগ্ধ বিস্ময়ে একে অপরের দিকে অপলক তাকিয়ে। একজন নিরাকার ব্রহ্মের পুজারী, আর অন্যজন সাকার ভবতারিনীর।

সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ফড়িয়াপুকুরে সেই বাড়ির সামনে রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মদিন পালনে কবি প্রণামের আয়োজন করেছিলেন বিধানসভায় ন’বার নির্বাচিত, বর্তমানে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষ, সাংসদ সৌগত রায়, বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার, সাধন-জায়া সুপ্তি পাণ্ডে, দেব সাহিত্য কুটীরের অন্যতম কর্ণধার রূপা মজুমদার সহ বিশিষ্টরা।

কুণাল বলেন, আজ বিশ্বজুড়ে কবিগুরুর জন্মদিন পালন হচ্ছে। কিন্তু দুই ঠাকুরের সেই ইতিহাসিক পরিচয়স্থলে কবির জন্মদিন পালন অভিনব ঘটনা। এইজন্য আমি সাধন পাণ্ডেকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠান শেষে সাধন পাণ্ডে বলেন, ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে কবির আদর্শে দীক্ষিত হয়ে এখন মানুষের জন্য কাজ করার সময়। আর এই ঐতিহাসিক বাড়িটিকে মানুষের কাছে মাইলস্টোন করে রাখতে সবরকমের উদ্যোগ তিনি নেবেন, তা জানিয়ে দেন সাধন।

আরও পড়ুন- ঠান্ডাঘরে বসে যাই বলুন, শ্রমজীবী ক্যান্টিন চলবে

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version