Saturday, August 23, 2025

গ্রামাঞ্চলে করোনা প্রতিরোধে টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

Date:

শুধু শহর নয় গ্রাম ( covid pandemic in a rural area) প্রবলভাবে আক্রান্ত হচ্ছে। করোনায়। তাই পরিস্থিতি মোকাবিলায় দেশের ২৫টি রাজ্যকে ৮ হাজার ৯২৩.৮ কোটি টাকার অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থমন্ত্রকের (Central finance ministry)ব্যয় বিভাগের তরফে এই বরাদ্দের (special monetary package for rural sector) কথা ঘোষণা করা হয়েছে। এই টাকা পঞ্চায়েতের অধীনস্থ গ্রাম, ব্লক ও জেলার মধ্যে ভাগ করে দেওয়া হবে।

যে যে রাজ্যগুলি প্রথম দফায় অর্থ সাহায্য পাবে সেগুলি হল : অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, অসম, ছত্তিসগড় গুজরাট, হরিয়ানা, ঝাড়খন্ড, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ।

এর মধ্যে সবথেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে উত্তর প্রদেশের জন্য। করোনা মোকাবিলায় এই রাজ্য পাবে ১৪৪১.৬ কোটি টাকা। এরপর রয়েছে মহারাষ্ট্র। করোনায় মারাত্মক ভাবে বিপর্যস্ত এই রাজ্যকে ৮৬১.৪ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবে ৬৫২.২ কোটি টাকা। ওড়িশা ৩৩৩ কোটি টাকা। মধ্যপ্রদেশ ৫৮৮.৮ কোটি টাকা। ছোট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ২৮.২ কোটি টাকা, উত্তরাখণ্ড ৮৫ কোটি টাকা, সিকিম ৬.২ কোটি টাকা, অরুণাচল প্রদেশ ৩৪ কোটি টাকা পাবে।

১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম অনুদান ২০২১ সালের জুন মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান কোভিড পরিস্থিতির পর্যালোচনা করে এবং পঞ্চায়েতরাজ মন্ত্রকের অনুরোধ মেনে তা নির্ধারিত সময়ের আগেই খরচ করার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রক। করোনা প্রতিরোধে যা কিছু পদক্ষেপ এবং তার জন্য যা খরচ হবে তা এই অর্থ সাহায্যের মাধ্যমে করা যাবে। তাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version