বিশিষ্ট সাংবাদিক শৌনক লাহিড়ী। দীর্ঘ অসুস্থতার পর তাঁর প্রয়াণ। বয়স 62। মূলত দীর্ঘকাল কাজ করেছেন আজকাল পত্রিকায়। বার্তা বিভাগের স্তম্ভ ছিলেন। সুবক্তা, লেখক, কবি এবং সম্পাদনা ও কাগজ তৈরিতে অসামান্য। মিশুকে শৌনক হইচই করে মাতিয়ে রাখতেন দপ্তর। ডায়লিসিস চলছিল তাঁর। শেষ পর্যন্ত চলেই গেলেন।
