Thursday, May 15, 2025

সংসদের আস্থাভোটে বিপুল ব্যবধানে হারলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি

Date:

নেপালের সংসদে (Nepal parliament) আস্থাভোটে বিরাট ব্যবধানে পরাজিত হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (prime minister KP Sharma oli)। ফলে ওলিকে এবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেই হবে। এরই সঙ্গে নেপালে দু বছরের রাজনৈতিক টানাপোড়েনের ইতি হল বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে তাঁর নিজের দলের নেতারাই ওলির পদত্যাগ দাবি করছিলেন। শেষ পর্যন্ত এ দিন আস্থাভোটেই হেরে গেলেন তিনি। সোমবার নেপালের সংসদে আস্থাভোটে মোট ২৩২ জন সাংসদ অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ১২৪ জন ওলির বিরুদ্ধে ভোট দেন। ৯৩ জন তাঁর পক্ষে ভোট দিয়েছিলেন । আর ১৫ জন সাংসদ ভোটাভুটি থেকে বিরত ছিলেন। ক্ষমতায় টিকে থাকতে হলে কমপক্ষে ১৩৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন ছিল ওলির। কিন্তু, ম্যাজিক ফিগারে পৌঁছনোর আগেই থমকে যেতে হয় তাঁকে। নেপালের সংবিধান অনুযায়ী, আজ থেকে ওলিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি বিরোধীদের ডেকে সংখ্যারগরিষ্ঠতা প্রমাণ করতে বলবেন। বিরোধীরা যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় সেক্ষেত্রে ফের সাধারণ নির্বাচনের পথে যেতে হবে নেপালকে।

এদিকে, ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টির উপর ভারত তীক্ষ্ণ নজর রেখেছিল। এবং ভবিষ্যতেও রাখবে কারণ ওলি বরাবরই চিন ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় ওলি একাধিক ভারত বিরোধী মন্তব্য করেছেন। আর সেই সব এর পিছনে চীনের মদত ছিল বলে মনে করে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। তাই নেপালের এই রাজনৈতিক পালাবদল এর সময় চিন কি করে সেদিকে নজর রাখছে ভারত।

Related articles

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...

জঙ্গি মদতকারী পাকিস্তানের কাছে কেন পারমাণবিক অস্ত্র? শ্রীনগরে প্রশ্ন রাজনাথের

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে শ্রীনগরে পৌঁছে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) হওয়ার পর...

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...
Exit mobile version