বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

গুলিবিদ্ধ হুগলির বাঁশবেরিয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। জানা গিয়েছে, পিছন থেকে গুলি করা হয় এই তৃণমূল নেতাকে। চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ, গুলি চালিয়েছে বিজেপির কর্মীরা।

আরও পড়ুন-শিবপুরে অবরোধ, যানজটে নাজেহাল জিটিরোড

পরিবারের অভিযোগ, বাড়ির কালীপুজোর জন্য বাজারে গিয়েছিলেন আদিত্য। বাজার করার সময় সকালে পিছন দিক থেকে গুলি করা হয় তাঁকে। পিঠে গুলি লাগে তাঁর। মঙ্গলবার প্রথমে চুঁচুড়া একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কী কারণে তাঁকে গুলি করা হল, ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে পুলিশ।

Advt

Previous articleট্রেন বন্ধ, বাস,মেট্রোয় যাত্রী অর্ধেক, মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পরীক্ষার্থী, অভিভাবকরা
Next articleAB ও B ব্লাড গ্রুপে করোনার ঝুঁকি বেশি, নিরামিষাসীদের প্রতিরোধক্ষমতা বেশি: CSIR