Saturday, August 23, 2025

ভারতের “কোভিড শেষ” ঘোষণা চরম ভুল, মন্তব্য বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট ফাউচির

Date:

ভারতে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করল আমেরিকার মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা তথা বিশ্ব বিখ্যাত ভাইরোলজিস্ট(virologist) অ্যান্থনি ফাউচি(Anthony fauci)। স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন, ‘ভারতের করোনা পরিস্থিতি এতটা গুরুতর কারণ ভারত(India) একটি ভুল ধারণা তৈরি করে নিয়েছিল ‘করোনা শেষ’ হয়ে গিয়েছে। এবং সময়ের অনেক আগেই সমস্ত কড়াকড়ি ভেঙে ফেলে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয়।’

সম্প্রতি মার্কিন সিনেটে দাঁড়িয়ে আমেরিকাকে(America) ভারতের দুর্দশা থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেন ফাউচি। পাশাপাশি ভারতের গা ছাড়া মনোভাবের তীব্র বিরোধিতা করে ভারত সরকারকে তুলোধোনা করেন তিনি। বলেন, ‘ভারতের পরিস্থিতি এতোখানি খারাপ হয়েছে তার কারণ একেবারে শুরুতে করোনার ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। এবং সেই সময়ই ভারত একটি ভুল ধারণা তৈরি করে করোনার শেষ হয়ে গিয়েছে। এরপর সময়ের আগেই সমস্ত কড়াকড়িতে ঢিলেমি দিয়ে দেওয়া হয় সরকারের তরফে। দাবি করা হয় করোনা চলে গিয়েছে। এরপর যখন করোনার দ্বিতীয় ঢেউ এসে আছড়ে পড়ে তখন ভারতের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।’

আরও পড়ুন:অসমে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী, দায়িত্ব পেলেন অজন্তা নিয়োগ

প্রসঙ্গত, আমেরিকার ন্যাশনাল এলার্জি এবং ইনফেকশন ডিজিজের নির্দেশক। পাশাপাশি তিনি সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর প্রধান ছিলেন। এদিন সেনেটে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘ভারতের এই মহামারী দেখে আমেরিকার শিক্ষা নেওয়া উচিত। আমাদের এখানে (আমেরিকায়) একটি মজবুত স্বাস্থ্যপরিসেবা অবিলম্বে প্রস্তুত করা দরকার। এখান থেকে গুরুত্বপূর্ণ সময়ে পরিষেবা পাবে গোটা দেশের মানুষ।’ তিনি আরো বলেন, ‘কখনই এমন গুরুতর একটি পরিস্থিতিকে এতটা হালকাভাবে নেওয়া উচিত নয়।’

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version