চলে গেলেন শতায়ু বাম–নেত্রী গৌরী–আম্মা। তিনি ছিলেন কেরলের ইএস নাম্বুদিরিপাদ সরকারের শেষ জীবিত সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। সিপিআইএমের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন ছিলেন তিনি।
বয়সজনিত কারণেই প্রয়াত হয়েছেন এই নেত্রী।
পি কৃষ্ণ পিল্লাইয়ের হাত ধরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। গৌরী আম্মা ১১ বার কেরল বিধানসভায় নির্বাচিত হন। আলাপুঝার আরুর কেন্দ্র থেকে ৯ বার নির্বাচিত হন। দীর্ঘ আট দশকের রাজনৈতিক জীবনে চারবার মন্ত্রী হয়েছিলেন। তবে দল থেকে বহিষ্কার হওয়ার পর তিনি নিজে একটি দল গঠন করেছিলেন। তার নাম জনতাইপাট্য সমরক্ষণা সমিতি। তারপর কংগ্রেসের সঙ্গে জোট করে দীর্ঘদিন চলেছিলেন। পরে আবার ইউডিএফ–এ যোগ দেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
