Wednesday, January 14, 2026

করোনা থেকে বাঁচতে গোবর মাখার হিড়িক গুজরাটে, সতর্ক করলেন ডাক্তাররা

Date:

Share post:

মারণ ভাইরাস ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর তাগিদে অন্ধ বিশ্বাসকে অবলম্বন করে গুজরাটে(Gujarat) শুরু হলো গোবর মাখার হিড়িক। গুজব ছড়ানো হচ্ছে গোবর মাখলে দূরে থাকবে করোনাভাইরাস(coronavirus)। যদিও ডাক্তারদের(doctor) তরফে এই অবান্তর চিকিৎসা সম্পর্কে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। স্পষ্ট জানানো হয়েছে গোবর(cow dung) গায়ে মাখলে করোনা থেকে সুরক্ষা তো মিলবে না, বরং নানাবিধ সংক্রমণের আশঙ্কা রয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, করোনা থেকে বাঁচতে গুজরাটের আহমেদাবাদে(Ahmedabad) শহরে শুরু হয়েছে এই গোবর থেরাপি। এখানে শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠানম (এসজিবিপি) দ্বারা সঞ্চালিত গোশালায় এই গোবর থেরাপি নিতে যাচ্ছেন বহু মানুষ। তাদের দাবি, সর্বশরীরে গোবর মাখলে শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়বে। এসজিবিপির এক পদাধিকারী বলেন, ‘এই গোশালাতে দু’শোর বেশি গরু রয়েছে। তার কথায় গত একমাস ধরে ১৫ জন লোক প্রতি রবিবার গোশালা এসে গোমূত্র এবং গোবর গায়ে মাখতো। পরে গরুর দুধ দিয়ে স্নান করতে। ওই ১৫ জনের মধ্যে বেশিরভাগই ওষুধের দোকানের কর্মী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত।’ জানা যাচ্ছে, মূলত তাদের মাধ্যমেই এই গোবর থেরাপির বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই ওই গোশালায় গোবর থেরাপি নিতে ভিড় জমাতে থাকে প্রচুর মানুষ।

আরও পড়ুন:আতঙ্কে পালালো করোনায় মৃতের পরিবারের সদস্যরা, সৎকারের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা

যদিও চিকিৎসক মহল এহেন থেরাপিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদজনক বলে দাবি করেছে। গুজরাটের গান্ধীনগরের ভারতীয় জন স্বাস্থ্য সংস্থানের নির্দেশক ডাক্তার দিলীপ মাবলঙ্কার বলেন, “আমি জানি না এই ধরনের থেরাপি বাস্তবে কোনো রকম কাজ করবে কিনা? তবে এখনো পর্যন্ত এমন ধারা কোন বিষয় যে কার্যকর হয়েছে তেমনটা আমি দেখিনি। গোবর গায়ে লাগালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা এক ধরনের মুর্খামি বলেই আমার মনে হয়।” এ প্রসঙ্গে বরিষ্ঠ চিকিৎসক মিনা দেশাই বলেন, “অন্ধ কুসংস্কার মানুষকে কত দূর নিয়ে যেতে পারে এটা তার উজ্জ্বল প্রমাণ। তবে বাস্তব এটাই, রোগ প্রতিরোধ ক্ষমতা তো দূরে থাক এই ধরনের পথ অবলম্বন করলে শরীরে একাধিক সংক্রামক রোগের আশঙ্কা রয়েছে।”

Advt

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...