মারণ করোনাভাইরাস(coronavirus) ভয়াবহ আকার নিয়েছে দেশে। করোনার বিরুদ্ধে লড়তে গেলে উপায় একমাত্র টিকাকরণ। অথচ দেশজুড়ে ভ্যাকসিন সংকট ভয়াবহ আকার নিয়েছে। এই ইস্যুতেই এবার কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi) সরাসরি নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। টুইটে তিনি লেখেন “পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ ভারত। বিজেপি সরকার গত ১২ এপ্রিল সারাদেশে টিকা উৎসবের ঘোষণা করে দিয়েছেন, কিন্তু ভ্যাকসিনের কোনওরকম ব্যবস্থা করেননি। বিগত ৩০ দিনে দেশে টিকাকরণের ৮২% পতন ঘটেছে। ”

जनवरी 2021 में क्यों किया?
अमरीका और अन्य देशों ने हिंदुस्तानी वैक्सीन कंपनियों को बहुत पहले ऑर्डर दे रखा था। इसकी जिम्मेदारी कौन लेगा?
घर-घर वैक्सीन पहुंचाए बिना कोरोना से लड़ना असम्भव है। 2/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 12, 2021
এদিন টুইটারে কড়া ভাষায় মোদিকে আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “মোদিজি ভ্যাকসিন ফ্যাক্টরিতে গেলেন, ফটোসেশনও করলেন, কিন্তু ওনার সরকার ভ্যাকসিনের প্রথম অর্ডার দিলেন অনেক দেরিতে। কেন ২০২১-এর জানুয়ারিতে ভ্যাকসিনের অর্ডার দিল সরকার? কেন এত দেরি? আমেরিকা ও অন্যান্য দেশ ভারতের ভ্যাকসিন কোম্পানিকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিল। এর দায় কে নেবে?” পাশাপাশি মোদি সরকারকে প্রিয়াঙ্কা গান্ধী স্মরণ করিয়ে দেন, “বাড়ি-বাড়ি ভ্যাকসিন পৌঁছে দেওয়া ছাড়া করোনার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব।”
