Monday, August 25, 2025

শুভেন্দু-মুকুল বিজেপি বেঞ্চে, বিধানসভায় সারদা-নারদ তাহলে তুলবে কে?

Date:

ক’দিন আগেও saradha scam, chit fund কিংবা narada video নিয়ে হাঁকডাক করেছে বিজেপি।

কিন্তু এবার বিধানসভায় কী হবে?

বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরেক বিধায়ক মুকুল রায়।

নারদে সিবিআই এফআইআরে নাম। সারদায় সুদীপ্ত সেনের চিঠিতে নাম। লোকে বলে cbi, ed থেকে বাঁচতেই এঁরা bjpতে গিয়েছেন।

প্রশ্ন হল তাহলে কি এবার বিধানসভায় বিরোধীপক্ষ সারদা, নারদ তুলবে না? সূত্র বলছে সম্ভাবনা নেই। শুভেন্দু এড়াতে শুরু করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন,” বিচারাধীন বিষয়। কথা বলব না।” ঘটনা হল অন্য বিচারাধীন বিষয়ে এরা দিব্যি কথা বলেন।

আরও পড়ুন-মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে

আরও প্রশ্ন, বিধানসভার বাইরের বিজেপি, মানে দিলীপ ঘোষেরাও কি এখন বলতে পারবেন, সারদা নারদের সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে? বলতে পারবেন না।

সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে বিজেপির কজন নেতার একটি চক্র বেছে বেছে তৃণমূল নেতাদের সিবিআই, ইডির তলবের ব্যবস্থা করেছিলেন। সবরকম চক্রান্ত হয়েছিল। দুই ভিনরাজ্যের পরিযায়ী নেতা এতে মদত দিয়েছিলেন।

আরও মজার বিষয়, ২০১৬ সালে ঠিক আগের বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি দপ্তরে নারদের ভিডিও দেখিয়ে সকলকে গ্রেপ্তারের দাবি করা হয়েছিল। তার মধ্যে মুকুল, শুভেন্দু, শোভনকে বিজেপি নেয়। এখন শুভেন্দু বিরোধী দলনেতা। মুকুল সেই দাঁড়েই বসে।

তাহলে নারদ কেলেঙ্কারি ভুলে যাবে তো বিজেপি?
রাজ্যপাল চার্জশিটে সম্মতি দেন। লোকসভার স্পিকারের এত সময় লাগে কেন?

এই বিজেপির হাল দেখে মানুষ হাসছে। আদি বিজেপি লাটে উঠেছে। সারদা, নারদে অভিযুক্তরা এখন বিজেপির কোলে। তাদের স্বার্থেই এখন বিধানসভায় এসব প্রসঙ্গ তোলা বারণ বিজেপির বিধায়কদের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version