Thursday, November 13, 2025

শিলিগুড়িতে বামফ্রন্টে ধস, প্রাক্তন ডেপুটি মেয়র-সহ একঝাঁক নেতার তৃণমূলে যোগদান

Date:

ভোটে বামেদের ভরাডুবির দেড় সপ্তাহের মাথায় দল ছাড়লেন শিলিগুড়ির দুই বাম নেতা ও একাধিকবারের পুর কাউন্সিলর। দুজনেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের অফিসে প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও জেলা সভাপতি রঞ্জন সরকারের উপস্থিতিতে ওই দুজন যোগ দেন। তাঁরা হলেন, সিপিএমের ১০ নম্বর ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলর কমল আগরওয়াল ও আরএসপি নেতা তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো। তৃণমূলের তরফে দুজনকেই স্বাগত জানানো হয়।

সম্প্রতি গৌতমবাবু ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় পরাজিত হয়েছেন। তার পরে তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, গৌতমবাবুকে সামনে রেখে আগামী দিনে শিলিগুড়ি পুরসভা দখল করতে ছক কষেছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে বামেদের দুজন দীর্ঘদিনের কাউন্সিলরকে দলে টানাও রাজনৈতিক কৌশলেরই অঙ্গ। বিশেষত, ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি অতীতে কমলবাবুর কাছেই হেরেছেন। সে দিক থেকে দেখলে কমলবাবু নবিজের ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়ানো নিশ্চিত করে ফেলার চেষ্টা করলেন।

আরও পড়ুন-আতঙ্কে পালালো করোনায় মৃতের পরিবারের সদস্যরা, সৎকারের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা

রামভজনবাবু মহানন্দা লাগোয়া গুরুংবস্তি এলাকার বাসিন্দা। সেখানকার কাউন্সিলর ছিলেন। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রাখছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। রামভজনবাবুও আগামী দিনে তৃণমূলের বোর্ড গঠন হলে ফের ডেপুটি মেয়র হওয়ার দিকে এক পা এগিয়ে থাকলেন বলেও তাঁর একান্ত ঘনিষ্ঠদের কয়েকজনের দাবি। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, বামপন্থী আদর্শে বিশ্বাসী কেউ ভোটে হারের পরে দাল ছাড়েন না। তবে যাঁরা ক্ষমতার লোভে দল করেন, রাজনীতিতে থাকতে চান তাঁরা দল বদলাবদলি করে থাকেন। জীবেশবাবু জানান, আগামী দিনে শিলিগুড়ির মানুষই শেষ কথা বলবেন।

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version