Thursday, November 13, 2025

বিতর্কে বেসামাল! সেন্ট্রাল ভিস্তার সামনে কেন্দ্রের নির্দেশে ‘ছবি- ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড

Date:

সেন্ট্রাল ভিস্তা বা প্রধানমন্ত্রীর স্বপ্নের বাসভবন ঘিরে গড়ে ওঠা বিতর্কে ভীত কেন্দ্র এবার ওই সেন্ট্রাল ভিস্তার (Central vista Project) সামনে ঝুলিয়ে দিলো ‘ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড (no Photography)৷ গোটা দেশ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে, তখনও কেন্দ্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরির কাজ চালিয়ে যাচ্ছে৷ কেন্দ্রের নির্ধারিত সূচি অনুযায়ী, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম যে কাজ চলছে, তা হলো প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি৷ আগামী বছরের মধ্যে এই বাসভবন তৈরি করতে নির্দেশ দিয়েছে মোদি সরকার৷ ওদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই চলেছে বিরোধী শিবির৷ বিরোধীদের দাবি, এখনই বন্ধ হোক এই প্রকল্প৷ প্রকল্পের অর্থে তৈরি হোক ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্ট, ওষুধ৷ কিন্তু কেন্দ্র অনড়৷ কেন্দ্র বরং পাশাপাশি নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য ভিস্তায় প্রধানমন্ত্রীর বাসভবনের গায়েই বিশেষ নিরাপত্তা দলের হেডকোয়ার্টারও নির্মাণ করতে হবে একই সময়ে৷ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির আগেই অর্থাৎ আগস্ট মাসের আগেই সম্পূর্ণ প্রকল্প শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে এই প্রকল্পের বিরোধিতা করছেন বিরোধীরা।কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, “সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হল অপরাধমূলক অপচয়। সরকারের উচিত ঔদ্ধত্ব্যকে সরিয়ে রেখে সাধারণ মানুষের জীবনের দিকে নজর দেওয়া।” দেশের বিরোধী নেতা- নেত্রীরা একযোগে মোদিকে চিঠি লিখে এই প্রকল্প তৈরির কাজ এখন বন্ধ রাখতেও বলেছেন৷

বিরোধীদের সমালোচনা বন্ধ করতে এবার সক্রিয় হলো কেন্দ্র ৷ প্রকল্পের আশেপাশের সব রাস্তা জুড়ে টাঙানো হল নতুন সাইনবোর্ড, যেখানে স্পষ্ট করে লেখা, “ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ।” বিতর্কের ঝড় ওঠার পরই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (CPWD ) তরফে ইন্ডিয়া গেটের কাছে যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে ‘ছবি তোলা নিষিদ্ধ’ এবং ‘ভিডিও করা নিষিদ্ধ’ বোর্ড লাগানো হয়েছে৷ CPWD এর কারন ব্যাখ্যা করেনি৷

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version